আপডেট

x

হাসপাতালে কাঙ্গালিনী সুফিয়া

বৃহস্পতিবার, ০৬ ডিসেম্বর ২০১৮ | ৯:৪৬ অপরাহ্ণ |

হাসপাতালে কাঙ্গালিনী সুফিয়া
Spread the love

মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মুমুর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন ‘পরাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে’ গানখ্যাত বাউলশিল্পী কাঙ্গালিনী সুফিয়া। সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তার মেয়ে পুষ্প।

মায়ের শরীরিক অবস্থা সম্পর্কে পুষ্প বলেন, ডাক্তাররা জানিয়েছেন মা ব্রেনস্টোক করেছে। তার হার্টেও সমস্যা ধরা পড়েছে।’

webnewsdesign.com

এ সময় পুষ্প বলেন, ‘সবাই জানেন-আমাদের আর্থিক অবস্থা ভালো নয়। হাসপাতালে চিকিৎসার্থে আমাদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। দেশবাসী সাহায্যের হাত বাড়িয়ে দিলে, আমরা মায়ের উন্নত চিকিৎসা করাতে পারতাম।’

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ডিজি মুস্তাফা মনোয়ার তাকে ‘কাঙ্গালিনী’ উপাধি দেন। সেই থেকে তিনি কাঙ্গালিনী সুফিয়া নামে বাউল রাজ্যে পরিচিত।

প্রসঙ্গত, বাউল গানের শিল্পী কাঙ্গালিনী সুফিয়া এ ধরনের প্রায় ৩০টি জাতীয় ও ১০টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। তিনি নিজে গান লিখেছেন প্রায় ৫০০টি। তার জনপ্রিয় গানের মধ্যে ‘পরাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে’, ‘কোন বা পথে নিতাইগঞ্জে যাই’, ‘নারীর কাছে কেউ যায় না’ অন্যতম।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com