আপডেট

x

শুধু ব্যবসা করলেই চলবে না, মানুষকে সেবা দিতে হবে: চিকিৎসকদের রাষ্ট্রপতি

বুধবার, ০১ মার্চ ২০২৩ | ১০:৩৪ অপরাহ্ণ |

শুধু ব্যবসা করলেই চলবে না, মানুষকে সেবা দিতে হবে: চিকিৎসকদের রাষ্ট্রপতি
ফাইল ছবি
Spread the love

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চিকিৎসকদের উদ্দেশ্যে বলেছেন, শুধু ব্যবসা করলে চলবে না, মানুষকে সেবা দিতে হবে। চিকিৎসকদের সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

বুধবার (১ মার্চ) কিশোরগঞ্জের করিমগঞ্জে তার নামে থাকা প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

webnewsdesign.com

এসময় রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, মেডিকেল কলেজকে টাকা বানানোর যন্ত্রে পরিণত না করে মানুষ যাতে স্বল্প খরচে ও সহজে দ্রুত চিকিৎসা সেবা পায় তা নিশ্চিত করতে হবে।

তিনি প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের সুনাম অক্ষুণ্ন রাখতে শিক্ষক-কর্মচারীসহ সবাই নিরলস প্রচেষ্টা চালাবেন বলেও প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি রাষ্ট্রপতির সহধর্মিণী রাশিদা খানম ও মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আ ন ম নওশাদ খান।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com