আপডেট

x

ব্রাহ্মণবাড়িয়ায় রমজান উপলক্ষে ইমাম ও পরিবহন শ্রমিকদের খাদ্য সহায়তা প্রদান

রবিবার, ১০ মে ২০২০ | ১২:৪১ অপরাহ্ণ |

ব্রাহ্মণবাড়িয়ায় রমজান উপলক্ষে ইমাম ও পরিবহন শ্রমিকদের খাদ্য সহায়তা প্রদান
Spread the love

ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র রমজান উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বেকার দুইশত পরিবহণ শ্রমিক ও ২৪০জন মসজিদের ইমামকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।

রোববার সকালে স্থানীয় নিয়াজ মুহাম্মদ ষ্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে পরিবহন শ্রমিকের পরিবারকে খাদ্য প্রদান করেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।

webnewsdesign.com

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান ও সহকারী কমিশনার প্রশান্ত কুমার বৈদ্য। এরআগে ব্যুরো বাংলাদেশের আয়োজনে ২৪০জন ইমাম মোয়াজ্জিনকে খাদ্য প্রদান করেন জেলা প্রশাসক ।

জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন জানান, জেলায় এপর্যন্ত ৯টি উপজেলা, ৫টি পৌরসভা ও শতাধিক ইউনিয়নে সরকারের বরাদ্ধকৃত ১৬শত ৮৯ মেঃটন চাল, নগদ প্রায় ৮৩লক্ষ টাকা, ২৭ হাজার ৬ শত পরিবারকে জিআর খাদ্য এবং ৩০ হাজার শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। তিনি এই কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানান ।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com