আপডেট

x

২০২১ সাল থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত থাকছেনা চূড়ান্ত পরীক্ষা

বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০১৯ | ৯:২২ অপরাহ্ণ |

২০২১ সাল থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত থাকছেনা চূড়ান্ত পরীক্ষা
Spread the love

২০২১ সালের মধ্যে নতুন কারিক্যুলাম বাস্তবায়নের অংশ হিসেবে আগামী বছর থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা বন্ধ করতে যাচ্ছে। প্রাইলট প্রকল্প হিসেবে শুরুতে ১০০টি স্কুলে এটি বাস্তবায়ন করা হবে।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম আল হোসেন একথা জানান।

webnewsdesign.com

তিনি বলেন, ‘আমরা বলেছিলাম তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা রাখব না। এটি নিয়ে এনসিটিবির সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেছি। ইতোমধ্যে আমরা কর্মসূচি প্রণয়ন করেছি। ২০২১ সালে আমরা নতুন কারিক্যুলামে কার্যক্রম শুরু করব। তখন ২০২১ সাল থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো বার্ষিক বা চূড়ান্ত পরীক্ষা থাকবে না।’

সচিব বলেন, ‘প্রাথমিকে শিক্ষার্থীদের ওপর চাপ কমাতে তৃতীয় শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত নেই। তারা রাউন্ড দ্য ইয়ার পরীক্ষা দেবে। এজন্য আগামী বছর ১০০টি স্কুলে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চালু করা হবে।’

তিনি বলেন, ‘এসব বিদ্যালয়ে মাসিক ক্লাস পরীক্ষা মূল্যায়ন করে প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত উত্তীর্ণ করা হবে। তবে চতুর্থ শ্রেণি থেকে বার্ষিক পরীক্ষা আগের মতোই হবে।’

আকরাম আল হোসেন বলেন, ‘পাইলটিং কার্যক্রম শেষ হলে ২০২১ সাল থেকে দেশের ৬৫ হাজারেরও বেশি বিদ্যালয়ে এ পরীক্ষা বাতিল করে ক্লাস পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে। পাশাপাশি ২০২১ সাল থেকে প্রাথমিক পর্যায়ে নতুন পাঠ্যক্রম প্রণয়ন করা হবে।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশে ব্যাঙের ছাতার মতো কিন্ডারগার্টেন গড়ে উঠেছে। চিহ্নিত করে এগুলো আইনের আওতায় আনতে ৮টি টাস্কফোর্স টিম কাজ করছে। কিন্ডারগার্টেন চালাতে হলে অবশ্যই নিবন্ধন থাকতে হবে।’

সূত্র-পরিবর্তন ডটকম

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com