আপডেট

x

সৌদিতে ব্রাহ্মণবাড়িয়ার ঈদ আনন্দ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা

রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৯ | ১০:১৫ অপরাহ্ণ |

সৌদিতে ব্রাহ্মণবাড়িয়ার ঈদ আনন্দ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা
Spread the love

ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া ক্রীড়া সংস্থা (বিএসএ’র) আয়োজনে জেদ্দার স্থানীয় আলমাদা স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত হয়ে গেল ঈদ আনন্দ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯ এর ফাইনাল খেলা। চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় ব্রাহ্মণবাড়িয়া ক্রীড়া সংস্থা ক্রিকেট একাদশ বিএসএ শিল্পাঞ্চল ক্রিকেট একাদশকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জয় করে।

প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ অলিউল্লাহ খাঁন ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ মাহবুবুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে ও বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ক্রীয়ামোদী ও সামাজিক ব্যক্তিত্ব আরিফ সিদ্দিক ভূঁইয়া।

webnewsdesign.com

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা এর সম্মানিত লেবার কাউন্সিলর মোঃ আমিনুল ইসলাম।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ উদ্দিন ইনভেস্টর কে ব্রাহ্মণবাড়িয়া ক্রীড়া সংস্থার পক্ষ থেকে গুণীজন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএ’র অন্যতম উপদেষ্টা এ কে আজাদ খন্দকার, ডাক্তার এনাম, কাজি নওফেল, কাজী নেয়ামুল বশির, কোরবান আলী বিশ্বাস, আশরাফ উদ্দিন আলিম, নূর মোহাম্মদ নূর সহ জেদ্দা বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সাংবাদিক কাওসার আব্দুস সালাম, ও জালাল মাহার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি হাজার হাজার প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের নান্দনিক উপস্থিতিতে সত্যিই যেন এক টুকরো বাংলাদেশ পরিণত হয়েছিল পুরো খেলার মাঠ। অনন্য অসাধারণ এমন নান্দনিক আয়োজনে উপস্থিত সবাই ব্রাহ্মণবাড়িয়া ক্রীড়া সংস্থা বিএসএ’র ভূয়সী প্রশংসা করেন।

ব্রাহ্মণবাড়িয়া ক্রীড়া সংস্থার নীতিনির্ধারকগণ সকলের সহযোগিতায় নিয়মিত এরকম নান্দনিক আয়োজনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com