আপডেট

x

ভারতীয় ক্রিকেটারদের কার বেতন কত?

শুক্রবার, ০৮ মার্চ ২০১৯ | ৯:৫১ অপরাহ্ণ |

ভারতীয় ক্রিকেটারদের কার বেতন কত?
Spread the love

বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই। ক্রিকেট বাণিজ্যে অন্য যেকোনো বোর্ডের চেয়ে অনেক এগিয়ে তারা। স্বভাবতই তাদের সাথে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বেতনের অঙ্কটাও বেশ বড়।

বৃহস্পতিবার নতুন মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে বিসিসিআই। গেল বছরের অক্টোবর থকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের নাম ও তাদের বেতন ঘোষণা করা হয়েছে।

webnewsdesign.com

চার ক্যাটগরিতে ক্রিকেটারদের সাথে চুক্তি করেছে ভারতীয় বোর্ড— ‘এ+’, ‘এ’, ‘বি’ ও ‘সি’। এর মধ্যে ‘এ+’ গ্রেডের বার্ষিক বেতন ৭ কোটি রুপি। ‘এ’ গ্রেডের খেলোয়াড়দের বার্ষিক বেতন ৫ কোটি রুপি। পরের দুই গ্রেডের খেলোয়াড়দের বার্ষিক বেতন যথাক্রমে ৩ কোটি ও ১ কোটি রুপি।

গত চুক্তি থেকে বাদ পড়েছেন ৬ জন— সুরেশ রায়না, পার্থিব প্যাটেল, জয়দেব উনাদকাট, অক্ষর প্যাটেল, করুন নায়ার ও মুরালি বিজয়।

এবারের চুক্তিতে নতুন অন্তর্ভুক্ত হয়েছেন ৪ ক্রিকেটার— ঋষভ পান্ত, আম্বাতি রাইডু, হানুমা বিহারি ও খলিল আহমেদ।

দেখে নেওয়া যাক কোন গ্রেডে কার বেতন কত—

‘এ+’ গ্রেড : বার্ষিক ৭ কোটি রুপি

বিরাট কোহলি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরা।

‘এ’ গ্রেড : বার্ষিক ৫ কোটি রুপি

রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে, মহেন্দ্র সিং ধোনি, শিখর ধাওয়ান, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা, কুলদীপ যাদব, ঋষভ পান্ত।

‘বি’ গ্রেড : বার্ষিক ৩ কোটি রুপি

লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, উমেশ যাদব, যুজবেন্দ্র চাহাল।

‘সি’ গ্রেড : বার্ষিক ১ কোটি রুপি

কেদার যাদব, ঋদ্ধিমান সাহা, দীনেশ কার্তিক, অম্বাতি রায়ডু, মনিশ পান্ডিয়া, হনুমা বিহারী, খলিল আহমেদ।

সূত্র: পরিবর্তন ডটকম

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com