আপডেট

x

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের ট্রাফিক আইন মেনে চলার শপথ

মঙ্গলবার, ০৭ আগস্ট ২০১৮ | ১১:৩০ অপরাহ্ণ |

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের ট্রাফিক আইন মেনে চলার শপথ
শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করাচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির
Spread the love

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল শিক্ষার্থীদের নিয়ে পুলিশের ট্রাফিক আইন বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে জেলা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীদের ট্রাফিক আইন মেনে চলার শপথবাক্য পাঠ করানো হয়েছে। পর্যাক্রমে জেলার অন্যান্য স্কুল-কলেজও এ সভা অনুষ্ঠিত হবে।
বিদ্যালয়ের হলরুমে সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে ট্রাফিক আইনের নানা দিক নিয়ে বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল কবির।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, আমাদের পুলিশের অনেক সদস্যও সড়ক দুর্ঘটনায় মারা যায়। আমরাও নিরাপদ সড়ক চাই। কিন্তু নিরাপদ সড়কের আন্দোলন যেনো কোনোভাবেই সহিংস না হয়। তাই সড়ক দুর্ঘটনা এড়াতে আমাদের সবার ট্রাফিক আইন মেনে চলতে হবে। এ সময় ট্রাফিক আইন মেনে চলার জন্য শিক্ষার্থীদের শপথবাক্য পাঠান করানো হয়।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলে, নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউল হক, ২নং পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) মো. সোহাগ রানা প্রমুখ।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com