আপডেট

x

বিশ্বকাপ শেষে ওয়ানডে থেকে বিদায় নিচ্ছেন গেইল

সোমবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ | ১২:২৯ অপরাহ্ণ |

বিশ্বকাপ শেষে ওয়ানডে থেকে বিদায় নিচ্ছেন গেইল
Spread the love

টি-টুয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন ক্রিস গেইল। ব্যাট হাতে তাণ্ডব চালানো এই ক্রিকেটকে ডাকা হয় ‘ক্যারিবীয় দানব’ হিসেবে। তবে স্বঘোষিত এই ‘ইউনিভার্সেল বসের’ বয়সটাও কিন্তু বসে নেই। বছর পেরুলেই চল্লিশে পা দেবেন। তাই হয়তো বিদায়ের সুর শুনতে পাচ্ছেন। সেই সুরে তাল মিলিয়ে ওয়ানডে থেকে বিদায়ের কথা জানলেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের এই মারকুটে ব্যাটসম্যান জানালেন, ইংল্যান্ড বিশ্বকাপের পরই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। যদিও আরো কিছু দিন টি-টুয়েন্টি ক্রিকেটটা চালিয়ে যাবেন।

webnewsdesign.com

ওয়েস্ট ইন্ডিজের হয়ে এ পর্যন্ত ২৮৪টি ওয়ানডে খেলেছেন গেইল। আর তাতেই এ সংস্করণে ক্যারিবীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হয়ে গেছেন। ২৩টি সেঞ্চুরি ও ৪৯টি হাফ সেঞ্চুরি নিয়ে তার মোট রান ৯৭২৭। তার চেয়ে এগিয়ে কেবল ক্যারিবীয়ান রাজপুত্র ব্রায়ান লারা। ১০৪০৫ রান নিয়ে তিনি আছেন শীর্ষে।

ওয়ানডেতে ক্যারিয়ার গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে গেইল বলেছেন, ‘পঞ্চাশ ওভারের ক্রিকেটে নিশ্চিতভাবেই বিশ্বকাপটাই হবে আমার শেষ। আমি বিশ্বকাপেই শেষের দাগটা টানতে চাই।’

কেন বিদায় নিচ্ছেন, জানালেন সে কথাও, ‘অনেক তো খেললাম। এবার বাইরে বসে তরুণ খেলতে দেখবো।’

সূত্র: পরিবর্তন ডটকম

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com