আপডেট

x

টেষ্ট র‌্যাংকিংয়ে শীর্ষ স্থান হাত ছাড়া সাকিবের

রবিবার, ২৭ জানুয়ারি ২০১৯ | ৬:৪২ অপরাহ্ণ |

টেষ্ট র‌্যাংকিংয়ে শীর্ষ স্থান হাত ছাড়া সাকিবের
Spread the love

এক লাফে তিন নম্বর থেকে এক নম্বর স্থানে চলে গেলেন উইন্ডিজ অলরাউন্ডার জেসন হোল্ডার। এতদিন টেস্ট অলরাউন্ডারের শীর্ষস্থান দখলে ছিল বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের।

আজ রোববার বিকেলে আইসিসির প্রকাশিত র‍্যাংকিংয়ে এ পরিবর্তন দেখা যায়। এক নম্বরে অবস্থান করা জেসন হোল্ডারের পয়েন্ট ৪৪০। অন্যদিকে দুই নম্বরে থাকা সাকিবের পয়েন্ট ৪১৫।

webnewsdesign.com

গতকাল শনিবার বারবাডোজের কিংস্টন ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ৩৮১ রানের বিশাল জয় পায় উইন্ডিজ। এ টেস্ট ম্যাচে ডবল সেঞ্চুরি ও দুই উইকেট নেন জেসন হোল্ডার। এমন দুর্দান্ত পারফর্মেন্সের কারণেই এক নম্বরে উঠে আসেন তিনি।

টেস্ট ক্রিকেটে সেরা পাঁচ অলরাউন্ডার

১. জেসন হোল্ডার (রেটিং ৪৪০)

২. সাকিব আল হাসান (রেটিং ৪১৫)

৩. রবীন্দ্র জাদেজা (রেটিং ৩৮৭)

৪. বেন স্টোকস (রেটিং-৩৪৪)

৫. ভারনন ফিল্যান্ডার (রেটিং ৩৪১)

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com