আপডেট

x

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে আফগান ক্রিকেটাররা

শুক্রবার, ০১ মার্চ ২০১৯ | ১:৩৫ অপরাহ্ণ |

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে আফগান ক্রিকেটাররা
Spread the love

আয়ারল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে অসাধারণ পারফরম্যান্সের সুফল পেয়েছেন আফগানিস্তানের ক্রিকেটাররা। ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের ব্যাটসম্যান-বোলার-অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে আছে তাদের একজন করে খেলোয়াড়।

আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দারুণ ব্যাটিংয়ে সবাইকে বিস্মিত করে দেন আফগানিস্তানের ওপেনার হযরতউল্লাহ জাজাই। তিন ম্যাচে করেন ২০৪ রান। এর মধ্যে ম্যাচে করেন ৬২ বলে ১১ চার ও ১৬ ছক্কায় অপরাজিত ১৬২ রান!

webnewsdesign.com

অসাধারণ পারফরম্যান্সে টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের ব্যাঙ্কিংয়েও ব্যাপক উন্নতি হয়েছে তার। ৩১ ধাপ এগিয়ে চলে এসেছেন ক্যারিয়ার সেরা সপ্তমস্থানে।

বোলিং ও অলরাউন্ডার বিভাগেও শীর্ষ দশে প্রতিনিধি রয়েছে আফগানিস্তানের। বোলিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন দেশটির তারকা লেগ স্পিনার রশিদ খান। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে চার বলে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের লেগ স্পিনার শাদাব খান। তৃতীয়স্থানে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

সবশেষ টি-টোয়েন্টি সিরিজে অসাধারণ পারফরম্যান্সে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে তৃতীয়স্থানটা আরো দৃঢ় করেছেন মোহাম্মদ নবী। আইরিশদের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে ১৮১ স্ট্রাইকরেটে ১৪৭ রান করার পাশাপাশি বল হাতে দুই উইকেট নেন তিনি। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন সাকিব।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com