আপডেট

x

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৭ জুলাই

সোমবার, ০৮ জুলাই ২০১৯ | ৪:০৮ অপরাহ্ণ |

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৭ জুলাই
Spread the love

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১৭ জুলাই প্রকাশ করা হবে।

সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক এ তথ্য জানিয়েছেন।

webnewsdesign.com

তিনি বলেন, ‘ওইদিন সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে প্রথমে ফলাফলের অনুলিপি দেয়া হবে। পরে মন্ত্রণালয় থেকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফলাফল জানাবেন।’

গত ১ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে এবার মোট পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন।

এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এইচএসসি পরীক্ষার্থী ছিলেন ১১ লাখ ৩৮ হাজার ৭৪৭ জন।

এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের ১১ লাখ ৩৮ হাজার ৫৫০ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৭৮ হাজার ৪৫১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ২৪ হাজার ২৬৫ জন।

মোট কেন্দ্র সংখ্যা ২ হাজার ৫৮০টি। পরীক্ষা শেষ হয় ১২ মে। আর ১২ থেকে ২১ মের মধ্যে হয় ব্যবহারিক পরীক্ষা।

সূত্র- পরিবর্তন ডটকম

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com