আপডেট

x

সাবেক সাংসদ শাহ জিকরুল আহমেদের ইন্তেকাল

রবিবার, ০৮ মে ২০২২ | ২:১৪ পূর্বাহ্ণ |

সাবেক সাংসদ শাহ জিকরুল আহমেদের ইন্তেকাল
Spread the love

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক সাংসদ, বিশিষ্ট আইনজীবী ও বীর মুক্তিযোদ্ধা শাহ জিকরুল আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৭ মে) রাতে তিনি গোপালগঞ্জ সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১বছর।

শাহ জিকরুল আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সফরসঙ্গী আনোয়ার হোসেন ও জুনিয়র এডভোকেট আল মামুন।

webnewsdesign.com

তারা জানান, আসন্ন বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ২০২২-২০২৫ নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদের সাধারণ আসনে প্রার্থী হয়েছেন শাহ  জিকরুল আহমেদ। সমগ্র বাংলাদেশের ৬৪ জেলার আইনজীবি বার সমিতি সহ মোট ৮৩টি বার সমিতিতে স্থাপিত ভোট কেন্দ্রে আগামী ২৫ মে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। শাহ জিকরুল আহমেদ শ‌নিবার মা‌নিকগঞ্জ থে‌কে নির্বাচনি প্রচারণা শুরু ক‌রে ফ‌রিদপুর, মাদারীপুর, রাজবাড়ীসহ বি‌ভিন্ন জায়গায় সভা ক‌রে রা‌তে গোপালগ‌ঞ্জে ফেরেন। গোপালগঞ্জ বার স‌মি‌তি অফিসে নির্বাচনি সভা চলছি‌ল। অ‌্যাড‌ভো‌কেট শাহ জিকরুল আহমেদ বক্তব‌্য শেষ ক‌রে চেয়া‌রের বসার প‌রে হৃদরো‌গে আক্রান্ত হন। প‌রে তা‌কে গোপালগঞ্জ সদর হাসপাতা‌লে নি‌য়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহ জিকরুল আহমেদ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার আলমনগরে ১৯৫১ সালের ১৬ নভেম্বর জন্মগ্রহণ করেন। শাহ জিকরুল আহমেদ হলেন হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) স্থায়ী কমিটির সদস্য। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট থেকে নৌকা প্রতীকে ২০০৮ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জাসদ থেকে মশাল প্রতীকে প্রার্থী হয়ে পরাজিত হন।

ব্যক্তি জীবনে আইনজীবী শাহ জিকরুল আহমেদের তিন মেয়ের জনক। এরমধ্যে দুজনই অস্ট্রেলিয়াতে থাকেন। তার স্ত্রী দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com