আপডেট

x

ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়রের সীল-সাক্ষর জাল করে প্রত্যায়ন, যুবক কারাগারে

সোমবার, ২৩ মে ২০২২ | ১০:৫২ পূর্বাহ্ণ |

ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়রের সীল-সাক্ষর জাল করে প্রত্যায়ন, যুবক কারাগারে
Spread the love

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়রের সাক্ষর জালিয়াতি করে প্রত্যায়নপত্র তৈরির অভিযোগে আরিফ খান (৩৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। রোববার (২২ মে) বিকেলে তাকে আদালতে পাঠিয়েছে সদর মডেল থানা পুলিশ। এরআগে দুপুরে তাকে জেলা শহরের মুন্সেফপাড়ায় খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে আটক করা হয়। আটক আরিফ খান জেলা শহরের মধ্যপাড়ার বসাকপাড়া মহল্লার মৃত ইসমাইল খানের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, একটি ৫০টাকার স্ট্যাম্পে এক ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসার সাহায্যের কথা উল্লেখ করে পৌর সভার মেয়র নায়ার কবিরের সাক্ষর ও সীল ব্যবহার করে প্রত্যায়ন করেন আরিফ খান। এই প্রত্যায়িত স্ট্যাম্পটি নিয়ে সে শহরের বিভিন্ন জায়গা সাহায্য উঠিয়ে প্রতারণা করে আসছিল। আজ মুন্সেফপাড়ায় খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে সে সাহায্যের জন্য যায়৷ সেখানে গিয়ে মেয়রের প্রত্যায়ন করা কাগজটি হাসপাতালে দেখান। মেয়রের প্রত্যায়ন করা কাগজ দেখে হাসপাতাল কর্তৃপক্ষের সন্দেহ হয়। তারা মেয়র ও পৌর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বিষয়টি যাচাই করে জানতে পারেন, মেয়রের সাক্ষর ও সীল সম্পূর্ণ ভুয়া। সে এই ভুয়া প্রত্যায়নপত্র দিয়ে সাহায্য উঠিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছে। পরে আরিফ খানকে আটক করে পুলিশে সোপর্দ করে খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষ। বিকেলে তাকে ১৫১ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে। পৌরসভা মামলা দিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

webnewsdesign.com

 

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com