আপডেট

x

ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১ | ৭:০৪ অপরাহ্ণ |

ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
Spread the love

ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত কর্মশালায় সাংবাদিকতার ক্ষেত্রে মানবাধিকার সুরক্ষার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ প্রদান করেন জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ পলি, বাংলা ভিশনের বার্তা সম্পাদক নাসরিস গীতি, ডেইলী সাউথ এশিয়ানের সম্পাদক দীপক আচার্য্য ও বিএফইউজে এর ট্রেজারার খাইরুজ্জামান কামাল।

webnewsdesign.com

বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম আয়োজিত প্রশিক্ষন কর্মশালায় জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত ২৫ জন অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে সমন্বয়কের দায়িত্ব পালন করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. সাদেকুর রহমান।

এ উপলক্ষে আয়োজিত এক আলোচনায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন। অনুষ্ঠান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন শাহীন।

কর্মশালায় সাংবাদিকতার ক্ষেত্রে মানবাধিকার সুরক্ষার বিভিন্ন নীতিগত বিষয় নিয়ে বিস্তর আলোচনা করা হয়। কর্মশালার সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com