আপডেট

x

ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ চাহিদাসম্পন্নরা পেলেন প্রধানমন্ত্রীর উপহার

রবিবার, ১৮ জুলাই ২০২১ | ১০:২৫ অপরাহ্ণ |

ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ চাহিদাসম্পন্নরা পেলেন প্রধানমন্ত্রীর উপহার
Spread the love

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাসের মহামারীতে অসহায় হয়ে পড়া বিশেষ চাহিদাসম্পন্ন (শারীরিক প্রতিবন্ধীরা) পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। রোববার সকালে জেলা শহরের ফারুকী পার্কে ১২০জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মাঝে উপহার হিসেবে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি থেকে উপহার বিতরণ করেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান।

webnewsdesign.com

এসময় তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্নদেরও মানুষ, তাদের মানুষ হিসেবে দেখতে হবে। তাদের প্রতিবন্ধী হিসেবে দেখলে দেশ এগিয়ে যাবে না। তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে আমরা কাজ করে যাচ্ছি। আমরা তাদের পাশে অতীতেও ছিলাম, এখনো আছি। আমরা প্রধানমন্ত্রীর উপহার তাদের হাতে তুলে দিতে পেরে আনন্দিত। মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, বিশিষ্ট নারী নেত্রী তাসলিমা সুলতানা খানম নিশাত ও ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হেদায়েতুল আজিজ মুন্না প্রমুখ।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com