আপডেট

x

ব্রাহ্মণবাড়িয়ায় বাস চাপায় নিহত অটোরিকশা চালকের পরিচয় মিলেছে

মঙ্গলবার, ০৮ জুন ২০২১ | ১০:৫৪ অপরাহ্ণ |

ব্রাহ্মণবাড়িয়ায় বাস চাপায় নিহত অটোরিকশা চালকের পরিচয় মিলেছে
Spread the love

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কুমিল্লা-সিলেট মহাসড়কে বাস চাপায় নিহত হওয়া সেই অটোরিকশা চালকের পরিচয় মিলেছে।

ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন মিডিয়ায় সংবাদপ্রচারের পর নিহত ৫০বছরের বৃদ্ধের পরিবারের সন্ধান পাওয়া গেছে। পরে মঙ্গলবার (৮ জুন) বিকেলে ময়নাতদন্ত শেষে পরিবারের লোকদের কাছে তস্র লাশ হস্তান্তর করা হয়েছে।

webnewsdesign.com

নিহত ব্যক্তির নাম অহিদ মিয়া। তিনি সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর গ্রামের মোল্লাবাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে৷

পুলিশ জানায়, সোমবার দুপুরে জেলা শহরের পুলিশলাইন এলাকায় দিগন্ত পরিবহনের একটি বাস পিছন দিক থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা দুইজন যাত্রী ছিটকে পড়ে যায়। এসময় ওই অটোরিকশার চালককে চাপা দিয়ে বাসটি দ্রুত চলে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় অহিদ মিয়ার মৃত্যু হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, গতকাল অহিদ মিয়ার নামের একজন অটোরিকশা চালক নিহত হয়েছিল৷ আজকে পরিবারের খোঁজ পেয়েছি৷ পরে ময়নাতদন্ত শেষে পরিবারের লোকদের কাছে অহিদ মিয়া লাশ হস্তান্তর করা হয়েছে

 

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com