আপডেট

x

ব্রাহ্মণবাড়িয়ায় তামাকের কূফল নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মঙ্গলবার, ০৮ জুন ২০২১ | ১১:০৬ অপরাহ্ণ |

ব্রাহ্মণবাড়িয়ায় তামাকের কূফল নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Spread the love

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিয়ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান এর সভাপতিত্বে ভার্চুয়ালি ভাবে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এর সমন্বয়কারী স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব হোসেন আলী খোন্দকার।

webnewsdesign.com

এসময় তিনি,’তামাক নিয়ন্ত্রণ আইনটিকে মাঠ পর্যায়ে আরো জোরদারের পাশাপাশি আইনটি আরো কঠোর করার জন্যে সরকারের চিন্তা ভাবনার কথা তুলে ধরেন। এছাড়া ধূমপানের কুফল নিয়ে মাঠ পর্যায়ে প্রচার প্রচারণার বাড়ানো সহ আইনটি বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনার জোরদারের পক্ষে অভিমত ব্যক্ত করেন তিনি’।

এসময় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান বলেন, ‘বাংলাদেশের প্রায় পৌনে চার কোটি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ধূমপানের সাথে জড়িত। এরমধ্যে ধোঁয়াবিহীন তামাক সেবন করেন প্রায় পৌনে দুই কোটি মানুষ। এই সংখ্যা ক্রমশ দিনদিন বাড়ছে। এখনই তা নিয়ন্ত্রণ করা জরুরি। অন্যথায় অন্যথায় জনস্বাস্থ্য অধিকহারে ঝুঁকির মধ্যে পড়বে’।

তিনি উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে জেলায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও তামাকমুক্ত করণে মোবাইল কোর্ট জোরদার করণ। পাবলিক প্লেস ও পাবলিক পরিবহন ধূমপান মুক্ত করার বিষয়টি নিশ্চিত করা সহ তামাক বিরোধী প্রচারণা জোরদার করার উপর গুরুত্বারুপ করেন। পাশাপাশি তামাক কোম্পানির বিজ্ঞাপন বিভিন্ন স্থান থেকে অপসারণ করার কথা জানান।

কর্মশালায় তামাকের কূফল নিয়ে প্রতিবেদন তুলে ধরেন ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন।

তামাকের কূফল নিয়ে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ, পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি আজিজ আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শফিউল আলম লিটন, ব্রাহ্মণবাড়িয়া ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সভাপতি পীযূষ কান্তি আচার্য, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন সহ জেলা টাস্কফোর্স কমিটির অন্যান্য সদস্যবৃন্দ বক্তৃতা করেন।

দিন ব্যাপী কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com