আপডেট

x

ব্রাহ্মণবাড়িয়ায় এক পাগলা কুকুরের কামড়ে আহত শতাধিক মানুষ

বুধবার, ১২ জানুয়ারি ২০২২ | ৫:৫৬ অপরাহ্ণ |

ব্রাহ্মণবাড়িয়ায় এক পাগলা কুকুরের কামড়ে আহত শতাধিক মানুষ
Spread the love

ব্রাহ্মণবাড়িয়ায় পৌর এলাকায় শতাধিক মানুষকে একটি পাগলা কুকুরের কামড়েছে। বুধবার দুপুরে পৌর এলাকার মধ্যপাড়া, দক্ষিণ পৈরতলা ও পুনিয়াউট এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কুকুরটিকে নয়নপুর এলাকায় জনগণ পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এরমধ্যে ৬৯জন জলাতঙ্কের ভ্যাকসিন নিয়েছেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, দুপুরের দিকে একটি পাগলা কুকুর পৌর শহরের বিভিন্ন এলাকায় শতাধিক মানুষকে কামড়েছে। পরে কুকুরটিকে নয়নপুর এলাকায় জনগণ পিটিয়ে মারা হয়।

webnewsdesign.com

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরামউল্লাহ জানান, জ্বলাতংক হলে কুকুর পাগল হয়ে যায়। এক্ষেত্রে কুকুরকে ভ্যাক্সিনেশন করতে হয়। ব্রাহ্মণবাড়িয়ায় কুকুরের কামড়ে শতাধিক আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভ্যাকসিন প্রদান করা হয়েছে। এতে আতংকিত হওয়ার কিছু নেই।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com