আপডেট

x

‘ব্রাহ্মণবাড়িয়ায় বাল্যবিবাহ বন্ধে নিকাহ্ নিবন্ধকদের ভূমিকা রাখতে হবে’

বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২ | ১১:১৮ অপরাহ্ণ |

‘ব্রাহ্মণবাড়িয়ায় বাল্যবিবাহ বন্ধে নিকাহ্ নিবন্ধকদের ভূমিকা রাখতে হবে’
Spread the love

ব্রাহ্মণবাড়িয়া জেলাকে বাল্যবিবাহ মুক্ত করার লক্ষ্যে জেলা বিবাহ নিবন্ধকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে এই সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম।
জেলা রেজিস্টার সরকার লুৎফুর কবিরের সভাপতিত্বে বাল্যবিবাহের কুফল ও তা প্রতিরোধ নিয়ে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন।

webnewsdesign.com

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আনিসুর রহমান, পৌর সভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কুদ্দুস, জেলা লিগ্যাল এইড অফিসার রহিমা আলাউদ্দিন মুন্নী, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বারের সভাপতি এডভোকেট তানবীর ভুইয়া, জেলা ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি মোহাম্মদ আরজু, জেলা নিকাহ রেজিস্টার সমিতির সভাপতি কাজী মো. ইয়াহ মাসুদ।

সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ বন্ধে জনসচেতনতার পাশাপাশি বিবাহ নিবন্ধকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বিবাহ নিবন্ধকরা সচেতন হলে বাল্যবিবাহ অচিরেই শূণ্যের কোঠায় নেমে আসবে। তাই দেশ ও সমাজের স্বার্থে এবং একটি সুস্থ জনগোষ্ঠী বিনির্মানে বিবাহ নিবন্ধকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তবেই ব্রাহ্মণবাড়িয়াকে বাল্যবিবাহ মুক্ত করার লক্ষ্য অনেকাংশেই অর্জিত হবে।

মতবিনিময় সভায় জেলার শতাধিক বিবাহ নিবন্ধক উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com