আপডেট

x

বিজয়নগরে মেয়ের বিয়ে নিয়ে মতবিরোধ, দুইপক্ষের সংঘর্ষে ১০জন আহত

সোমবার, ০৪ এপ্রিল ২০২২ | ৩:০৫ অপরাহ্ণ |

বিজয়নগরে মেয়ের বিয়ে নিয়ে মতবিরোধ, দুইপক্ষের সংঘর্ষে ১০জন আহত
Spread the love

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মেয়ে বিয়ে দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে। সোমবার সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ডালপা নামক এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিনজনকে আটক করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোহাম্মদ হাছান জানান, স্থানীয় বাসিন্দা খুরশিদ মিয়ার মেয়কে কয়েকদিন আগে বিয়ে দেন একই এলাকার দানু মিয়ার ছেলের কাছে। তবে এই বিয়েতে কন্যার বাবা খুরশিদের অন্য ভাইয়েরা দ্বিমত পোষন করেন। এ নিয়ে বিয়ে পর থেকে খুরশেদের ভাইদের মধ্যে মনোমালিন্য চলছিল। এরই জেরে তাদের গোষ্ঠীর মধ্যে দুই পক্ষে বিভক্ত হয়ে যায়। একই গোষ্ঠীর আক্তার মিয়া ও বকুল মিয়া দুই গ্রুপের নেতৃত্ব দেন। সোমবার সকালে উভয়পক্ষে লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এই ঘটনায় আহতরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

webnewsdesign.com

আহতদের মধ্যে আক্তার মিয়া গ্রুপের দুলাল (৫৫), নুরুজ্জামান (৪৫), লিটন মিয়া (৫৫), রজব আলি(৫০)   এবং বকুল মিয়া গ্রুপের মোঃ আবু হানিফ (৪৫) সহ অন্তত ১০ জন জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com