আপডেট

x

বাড়ছে গ্যাস বিল, রোববার ঘোষণা

শনিবার, ০৪ জুন ২০২২ | ৯:৫১ অপরাহ্ণ |

বাড়ছে গ্যাস বিল, রোববার ঘোষণা
প্রতীকী ছবি
Spread the love

ভোক্তা পর্যায়ে দেশে গ্যাসের দাম বাড়তে যাচ্ছে। আগামীকাল গ্যাসের নতুন দাম ঘোষণা করা হতে পারে। রোববার (৪ জুন) বিকেলে গ্যাসের নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, ভোক্তা পর্যায়ে প্রাকৃতিক গ্যাসের মূল্যহার সংক্রান্ত কমিশনের আদেশ ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করবে কমিশন।

webnewsdesign.com

গত জানুয়ারিতে খুচরা গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম ১১৭ শতাংশ বৃদ্ধির জন্য বিইআরসির কাছে আবেদন করে রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাস বিতরণ কোম্পানিগুলো। এ ছাড়া, কোম্পানিগুলোর প্রধান পেট্রোবাংলাও পাইকারি পর্যায়ে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর জন্য আলাদা প্রস্তাব দেয় তারা।

প্রস্তাবগুলো বিবেচনা করে গত ২১ থেকে ২৪ মার্চ পর্যন্ত গণশুনানি করে বিইআরসি। এসময় সেখানে ভোক্তা অধিকার সংগঠনগুলো দাম না বাড়িয়ে সরকারের খরচ কমানোর বিকল্প প্রস্তাব দেয়। কিন্তু বিইআরসির টেকনিক্যাল কমিটি গ্যাসের দাম গড়ে ২০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেন।

সূত্র: ইত্তেফাক অনলাইন

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com