আপডেট

x

নাইজেরিয়ায় গির্জায় পদদলিত হয়ে মৃত্যু হয়েছে ৩১ জনের

শনিবার, ২৮ মে ২০২২ | ১০:৪০ অপরাহ্ণ |

নাইজেরিয়ায় গির্জায় পদদলিত হয়ে মৃত্যু হয়েছে ৩১ জনের
Spread the love

আফ্রিকান দেশ নাইজেরিয়ার পোর্ট হারকোর্ট নামে একটি শহরে খ্রীস্ট ধর্মাবলম্বীদের গির্জায় অনুষ্ঠান চলাকালে পদদলিত হয়ে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হন আরও অন্তত ৭ জন। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

তাৎক্ষণিকভাবে রিভার রাজ্য পুলিশের মুখপাত্র গ্রেস ইরিঞ্জ-কোকো বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, শনিবার ভোরে গির্জায় খাবার নিতে আসেন শতাধিক মানুষ। একটি গেট ভেঙে যায়। প্রচণ্ড ভিড়ে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটেছে।

webnewsdesign.com

তিনি আরও বলেন, কিছু লোক সেখানে আগে থেকেই ছিলেন। কেউ কেউ ধৈর্যহীন হয়ে ছুটতে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, হতাহতের মধ্যে বেশিরভাগই শিশু রয়েছে। আহতদের হারকোর্ট সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com