আপডেট

x

নতুন বছরের প্রথমদিন অর্ধশতাধিক শিশু পেল ‘হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়া’র কম্বল

রবিবার, ০২ জানুয়ারি ২০২২ | ১:০৫ পূর্বাহ্ণ |

নতুন বছরের প্রথমদিন অর্ধশতাধিক শিশু পেল ‘হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়া’র কম্বল
Spread the love

২০২২ সালের প্রথম দিন ছিল শনিবার। বছরের প্র‍থম দিনটি ব্রাহ্মণবাড়িয়ায় ব্যতিক্রম ভাবে উদযাপন করেছে সামাজিক সংগঠন ‘হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়া’৷ এদিন বিকেলে অর্ধশতাধিক দরিদ্র ও এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করেছে সংগঠনটি।

শনিবার বিকেলে পৌর এলাকার ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ে কম্বল বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়৷

webnewsdesign.com

আয়োজিত অনুষ্ঠানে আলোচনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক,প্রধান শিক্ষক আবু জাহার আহমেদ, ভাদুঘর মাহবুবুল হুদা স্কুলের গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি আবুল হাসান ও আমান উল্লাহ, আখাউড়া হিসাবরক্ষণ কর্মকর্তা আবু ইউসুফ নূরুল্লাহ্, কুমিল্লার চান্দিনার ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সুলাইমান সিপু।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ভাদুঘর মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক ওবায়দুল ভূইয়া।

এছাড়াও সুপ্রিম কোর্টের আইনজীবী কনক রাসেল,
পৌর কর কর্মকর্তা ইলিয়াস সোহেল, ছাত্রনেতা সাহাবী
গ্রুপের সেচ্ছাসেবী আশরাফ, নূর রিফাত, সাথীল, তাশরিফ সহ আরও অনেকে।

পরে দরিদ্র ও এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com