আপডেট

x

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের বিক্ষোভ

রবিবার, ০৬ মার্চ ২০২২ | ৮:৩৫ অপরাহ্ণ |

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের বিক্ষোভ
Spread the love

দেশব্যাপী নিত্য প্রয়োজনীয় পন্যের লাগামহীন উর্ধগতি ও  সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ পালন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার জেলা শহরের দক্ষিণ মৌড়াইলে আয়োজিত  সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি।

জেলা ছাত্রদলের সদস্য সচিব মহসিন হৃদয়ের সভাপতিত্বে ও যুগ্ন-আহবায়ক সাজিদুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, আহবায়ক কমিটির সদস্য আলী আজ্জম, মুমিনুল হক জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন দিলীপ, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুহিবুল ইসলাম ডিকন, মোকারম হোসেন আদি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ হাফিজুল্লাহ ও সাবেক সিনিয়র সহ-সভাপতি আজহার হোসেন চৌধুরী দিদার প্রমুখ।

webnewsdesign.com

প্রধান অতিথির বক্তব্যে হাফিজুর রহমান মোল্লা কচি বলেন, বানিজ্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার কাছে সব রিপোর্টই আছে। দেশে দুর্ভিক্ষ কিভাবে সৃষ্টি করা হয়েছে! তাদের সাথে আপনার অংশীদারিত্ব রয়েছে, তাই আপনি সেসব রিপোর্ট প্রকাশ করেননি। চট্রগ্রামের খাতুনগঞ্জে যে পরিমাণ খাদ্যদ্রব্য মজুদ করা হয়েছে, তা আগামী তিন মাসেও মজুদ শেষ হবে না। খাদ্যদ্রব্যের কৃত্রিম সংকট তৈরি করে জনগনের জীবনযাত্রা দূর্বিষহ করে তুলেছেন।

তিনি আরও বলেন, ১৯৭৪ সালে আমরা দেখেছি ধানমন্ডিতে ডাস্টবিনের খাবার নিয়ে মানুষ ও কুকুরের মধ্যে কাড়াকাড়ি হয়েছিল। তখন সেই সকারের পতন হয়ে ছিল। যদি বানিজ্য মন্ত্রীর মানবতা বোধ থাকে, দেশের মানুষের প্রতি যদি মমতা থাকে তা হলে অবিলম্বে পদত্যাগ করা উচিৎ।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com