আপডেট

x

ঐক্যফ্রন্ট থেকে সরে দাঁড়ালেন কাদের সিদ্দিকী

সোমবার, ০৮ জুলাই ২০১৯ | ৪:১৬ অপরাহ্ণ |

ঐক্যফ্রন্ট থেকে সরে দাঁড়ালেন কাদের সিদ্দিকী
Spread the love

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে সরে দাঁড়ালেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

webnewsdesign.com

কাদের সিদ্দিকী বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের অস্তিত্ব বা ঠিকানা খোঁজার চিন্তা মাথা থেকে ঝেরে ফেলে জনগণের সকল সমস্যায় তাদের পাশে থাকার অঙ্গীকারে কৃষক শ্রমিক জনতা লীগ নতুন উদ্যমে পথ চলা শুরু করছে।

কোনো জোটের সঙ্গে যাবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ আর কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না। গণতন্ত্রমনা দলগুলোর সঙ্গে কাজ করবো।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতকে ধানের শীর্ষ প্রতীক দেয়ায় সমালোচনা করেন কাদের সিদ্দিকী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-মহাসচিব ইকবাল সিদ্দিকী।

তিনি বলেন, কৃষক শ্রমিক জনতা লীগ ড. কামাল হোসেনের নেতৃত্বে সার্বিক জাতীয় ঐক্যের মানসে ফ্রন্টে শরিক হয়েছিল, বিএনপির নেতৃত্বে নয়। কিন্তু ড. কামাল হোসেনের নেতৃত্ব দানে অনীহা ঐক্যফ্রন্টকে সূদৃঢ়ভাবে দাঁড়াতে দেয়নি। নির্বাচন পরবর্তী এই ৭ মাস জাতীয় ঐক্যফ্রন্টের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না।

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচন প্রত্যাখ্যান করার পরও বিএনপি ও গণফোরামের নির্বাচিতের শপথ গ্রহণ নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্তিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবীবুর রহমানসহ দলের নেতারা।

সূত্র-পরিবর্তন ডটকম

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com