আপডেট

x

আশুগঞ্জে অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা

বুধবার, ১৮ মে ২০২২ | ৯:২৭ অপরাহ্ণ |

আশুগঞ্জে অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা
জয়ী দলের হাতে শিরোপা তুলে দিচ্ছেন অতিথিরা। ছবি: সরোদ
Spread the love

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ ১৭ বালক) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় উপজেলার চরচারতলা ইউনিয়নকে হারিয়ে শিরোপা জিতেছেন আশুগঞ্জ সদর ইউনিয়ন।

বুধবার (১৮ মে) বিকালে আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্র কলোনির মাঠে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সী।

webnewsdesign.com

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস এর সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, চরচারতলা ইউনিয়নের চেয়ারম্যান মো. ফাইজুর রহমান, ফিরোজ মিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমদ উল্লাহ খন্দকার, হাজি আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন প্রমূখ।

ফাইনাল ম্যাচে আশুগঞ্জ সদর ইউনিয়ন চরচারতলা ইউনিয়নকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছেন। পরে উপস্থিত অতিথিরা খেলোয়ারদের মাঝে পুরস্কার তুলে দেন। টুর্ণামেন্টে নকআউট পদ্ধতিতে উপজেলার আটটি ইউনিয়ন থেকে আটটি দল অংশ নিয়েছিলেন।

 

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com