আপডেট

x

আখাউড়ায় সড়কের জন্য ২২বছর অপেক্ষা, অবশেষে ভেঙে পড়লো সেতু

শুক্রবার, ০৩ সেপ্টেম্বর ২০২১ | ৫:৪৪ অপরাহ্ণ |

আখাউড়ায় সড়কের জন্য ২২বছর অপেক্ষা, অবশেষে ভেঙে পড়লো সেতু
Spread the love

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় সেতু নির্মাণ হওয়ার ২২বছরেও হয়নি সংযোগ সড়ক। অবশেষে সড়ক সংযোগের আগেই সেতুটি ভেঙে পড়লো। উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ ও কৃষ্ণনগর গ্রামের মধ্যবর্তী নয়াখালের ওপরে থাকা সেতুটি শুক্রবার সকালের দিকে একটি নৌকার ধাক্কায় স্থানীয় ভেঙে পড়ে। সেতুটি ভেঙে নৌকার ওপর পড়লে ইটসহ নৌকাটিও ডুবে যায়।

স্থানীয় কামরুজ্জামান লালু বলেন, ‘সকালে ইট-বোঝাই একটি নৌকার সামনের অংশ সেতুর মাঝখানের পিলারে ধাক্কা দিলে সেতুটি ভেঙে যায়। ভাঙা অংশ নৌকার ওপর পড়লে নৌকাটি খালে ডুবে যায়। তবে মাঝিসহ তার সহযোগীরা অক্ষত আছেন।’

webnewsdesign.com

স্থানীয়রা জানান, ১৯৯৯ সালে আখাউড়া উপজেলা এলজিইডি’র অধিনে বনগজ ও কৃষ্ণনগর গ্রামের মধ্যবর্তী নয়াখালের ওপর সেতুটি নির্মাণ করা হয়।
উত্তর-দক্ষিণে লম্বালম্বি সেতুটির দুই গোঁড়ায় মাটি নেই। সমতল থেকে অন্তত ১৫ ফুট উঁচু সেতুটি হওয়ায় দীর্ঘ ২২ বছর কেউ কখনও উঠানামা করেনি।

গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা শানু মিয়া বলেন, ‘কৃষ্ণনগর, বনগজ ও পার্শ্ববর্তী গ্রামের কৃষকরা তাদের চরের জমিতে ধানসহ মিষ্টি কুমড়া, তেতো করলা ও খিরা উৎপাদন করেন। কিন্তু, সড়ক যোগাযোগ না থাকায় তারা উৎপাদিত কৃষিপণ্য কম দামে বিক্রি করতে বাধ্য হন।’

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র আখাউড়া উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা সেতুটি ভেঙে যাওয়া সংবাদ জানিয়েছেন। খবর পেয়ে উপ-সহকারী প্রকৌশলী জহুরুল ইসলামকে সেতুর কাছে পাঠানো হয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘এই সেতুটি দিয়ে কৃষ্ণনগর গ্রামে সড়ক যোগাযোগ স্থাপনের জন্য বৃহত্তর কুমিল্লা প্রকল্পের (জিসিপি-৪) অধীনে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল’।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com