আপডেট

x

আখাউড়ায় র‍্যাবের উপর মাদক ব্যবসায়ীদের হামলা, তিনজন আহত

বুধবার, ০৬ জুলাই ২০২২ | ১:০৬ পূর্বাহ্ণ |

আখাউড়ায় র‍্যাবের উপর মাদক ব্যবসায়ীদের হামলা, তিনজন আহত
Spread the love

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মাদক ব্যবসায়ীদের সাথে র‌্যাবের সংর্ঘষে এক র‌্যাব সদস্যসহ তিনজন আহত হয়েছে। আজ মঙ্গলবার (৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার আখাউড়া উত্তর ইউনিয়নের কল্যানপুর গ্রামে এই ঘটনা ঘটে। এঘটনায় গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ীকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এসময় ৩৩ বোতল ফেন্সিডিল ও দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর ইউনিয়নের কল্যানপুর গ্রামে মাদক উদ্ধারের অভিযানে যায় র‌্যাবের ভৈরব ক্যাম্পের সদস্যরা। এসময় র‌্যাব সদস্যরা সেখানে পৌছালে মাদকব্যবসায়ীরা র‌্যাবের উপর হামলা করে। এতে র‌্যাবের এবি সুমন এবং র‌্যাবের সোর্স ইউনূছ মিয়া আহত হয়। পরে র‌্যাবও আত্মরক্ষার্থে গুলি চালায়। এসময় মাদকব্যবসায়ী নাসির মিয়া গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ নাসির ওই এলাকার মৃত আ. সাত্তারের ছেলে। গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ীকে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হলে সেখান থেকে। আহত র‍্যাব সদস্য ও সোর্সকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷

webnewsdesign.com

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসক সাইদুর রহমান বলেন, আহত ব্যক্তির শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। তার ক্ষতস্থানে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

র‍্যাব-১৪ এর অধিনায়ক উইং কমান্ডার রোকন উদ্দিন জানান, র‍্যাব সদস্যরা মাদক উদ্ধারের অভিযানে হামলার শিকার হয়। এসময় আত্মরক্ষায় গুলি চালানো হয়। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com