আপডেট

x

সিঙ্গাপুরে বাংলাদেশির শরীরে করোনাভাইরাস

সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০ | ৩:১৪ পূর্বাহ্ণ |

সিঙ্গাপুরে বাংলাদেশির শরীরে করোনাভাইরাস
Spread the love

সিঙ্গাপুরে প্রাণঘাতী এই করোনাভাইরাসে নতুন করে তিনজন আক্রান্ত হয়েছেন। এদের একজন বাংলাদেশি রয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। প্রথম কোনো বাংলাদেশির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।- খবর স্ট্রেইটস টাইমস।

রবিবার সন্ধ্যায় সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানায়।

webnewsdesign.com

তবে তারা তিনজনের কেউ সাম্প্রতিক সময়ে চীন সফর করেননি।

সিঙ্গাপুরের গণমাধ্যম জানায়, ওই বাংলাদেশি একজন পুরুষ। তার বয়স ৩৯। ফেব্রুয়ারির ১ তারিখ তিনি করোনাভাইরাসের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি একজন শ্রমিক।

তবে তাকে শুক্রবার সাংহাই জেনারেল হাসপতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। এর আগ পর্যন্ত তিনি বেশ কয়েকবার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।

সর্বশেষ শনিবার বিভিন্ন পরীক্ষার পর তার শরীরে করোনাভাইরাস পাওয়া যায়।

এরপর তাকে ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিসেস এ ভর্তি করা হয়।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com