আপডেট

x

সরকারি চাকরিজীবীদের গৃহঋণের সুদ কমলো

সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯ | ১১:০০ অপরাহ্ণ |

সরকারি চাকরিজীবীদের গৃহঋণের সুদ কমলো
Spread the love

সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে গৃহনির্মাণ ঋণের সুদ হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে ঋণগ্রহীতাকে ৫ শতাংশের নিচে সুদ গুনতে হবে। মঙ্গলবার থেকে এ হার কার্যকর হবে।

রোববার অর্থ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। আগে ঋণের সুদের হার ১০ শতাংশ ছিল। এর মধ্যে ৫ শতাংশ দিতে হতো ঋণগ্রহীতাকে। বাকী অংশ সরকার দিতে হতো।

webnewsdesign.com

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সরকারি কর্মচারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহনির্মাণ ঋণের সুদের হার সর্বোচ্চ ৯ শতাংশ পুনর্র্নিধারণ করা হল। এটি হবে সরল সুদ এবং ঋণগ্রহীতা কর্মচারী শুধু ব্যাংক রেটের সমহারে সুদ পরিশোধ করবেন। এ পুনঃনির্ধারিত সুদের হার শুধু নতুন ঋণগ্রহীতার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, একজন ঋণগ্রহীতাকে ব্যাংক-হারের অর্ধেক অর্থাৎ পাঁচ শতাংশের কম হারে সুদ পরিশোধ করতে হবে। বাকিটা আগের মতোই পরিশোধ করবে সরকার।

সরকারের ব্যবস্থাপনায় ব্যাংক থেকে সরল সুদে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা পর্যন্ত গৃহনির্মাণ ঋণ পাচ্ছেন সরকারি কর্মচারীরা। গত বছরের ৩০ জুলাই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com