আপডেট

x

ষষ্ঠীর আনুষ্ঠানিকতায় আজ শুরু হচ্ছে দুর্গোৎসব

শুক্রবার, ০৪ অক্টোবর ২০১৯ | ১২:৩৬ পূর্বাহ্ণ |

ষষ্ঠীর আনুষ্ঠানিকতায় আজ শুরু হচ্ছে দুর্গোৎসব
Spread the love

শুক্রবার ষষ্ঠীপূজার মাধ্যমে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গোৎসব। চারদিকে এখন সাজ সাজ রব। রঙিন আলোকসজ্জায় সাজানো হয়েছে মণ্ডপগুলো। বৃহস্পতিবার সারা দেশের পূজামণ্ডপগুলোতে দেবী দুর্গার বোধন হয়েছে।

ষষ্ঠীর আনুষ্ঠানিকতা শেষে আগামীকাল শনিবার হবে মহাসপ্তমী পূজা। এরপর রবিবার মহাষ্টমী ও কুমারী পূজা। সোমবার মহানবমী ও মঙ্গলবার বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা।

webnewsdesign.com

দুর্গোৎসব উপলক্ষে পূজার্চনা, পুষ্পাঞ্জলি, আরতি, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভাসহ নানা আয়োজন থাকছে মণ্ডপগুলোতে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা জানান, এবার রাজধানীসহ সারা দেশে ৩১ হাজারের বেশি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। মণ্ডপগুলোতে পুলিশ, র‌্যাব, আনসার সদস্যদের পাশাপাশি পূজা কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক দল নিরাপত্তার বিষয়টি দেখভাল করবেন।

দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু ধর্মাবলম্বী সব নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দেওয়া পৃথক বাণীতে তারা এই শুভেচ্ছা জানান।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com