আপডেট

x

যুব বিশ্বকাপে ফাইনাল শেষে মাঠে হাতাহাতি তদন্ত করবে আইসিসি

সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০ | ১১:১৩ অপরাহ্ণ |

যুব বিশ্বকাপে ফাইনাল শেষে মাঠে হাতাহাতি তদন্ত করবে আইসিসি
Spread the love

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জয় লাভ করে বাংলাদেশ। জয়ী হওয়ার পর তা উদযাপন করে বাংলাদেশ। সেটা নিয়ে এক পর্যায়ে ভারতের খেলোয়াড়দের সঙ্গে কয়েক দফা হাতাহাতিও হয়। বিষয়টি ভালোভাবে নেয়নি ভারতের মিডিয়া। এমনকী ভালোভাবে নেননি ভারত যুব দলের অধিনায়ক প্রিয়াম গার্গ। এবার আইসিসিও বিষয়টি নিয়ে মাথা ঘামাল। সোমবার বাংলাদেশ-ভারতের খেলোয়াড়দের হাতাহাতির বিষয়টি তারা তদন্ত করে দেখবে বলে জানিয়েছে।

বিষয়টি দৃষ্টি এড়ায়নি ম্যাচ রেফারি গ্রায়েম লাবোরির। তিনি তার প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করেছেন। অবশ্য আইসিসি এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো সংবাদ মাধ্যমে জানায়নি। তবে অচিরেই জানাবে বলে সেটা ধারণা করা যাচ্ছে ।

webnewsdesign.com

ল্যাবোরি বলেছেন, ‘পুরো ঘটনার ভিডিও আছে। ভিডিও বিশ্লেষণ করে সবকিছু দেখা যাবে।’

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com