আপডেট

x

মেকআপ তুলতে পারেন সহজ উপায়ে

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২০ | ১০:৫২ অপরাহ্ণ |

মেকআপ তুলতে পারেন সহজ উপায়ে
প্রতিকী ছবি
Spread the love

বিয়ের অনুষ্ঠান বা পার্টি শেষে গভীর রাতে বাসায় ফিরে মেকআপ পরিষ্কার করতে কম ঝক্কি পোহাতে হয় না। মেকআপ তোলাও এক ধরনের ঝামেলার কাজ।

হাতের নাগালে মেকআপ রিমুভার না থাকলেও নিচের উপাদানগুলো দিয়ে সহজেই তুলে ফেলতে পারবেন মেকআপ।

webnewsdesign.com

তেল: সহজেই মেকআপ তুলে ফেলতে পারে তেল। নারকেল অথবা অলিভ অয়েল দিয়ে চোখের সাজ তুলে ফেলুন। একটি কটন বাডে তেল লাগিয়ে চোখের উপর ও ঠোঁটের উপর লিপস্টিকে ভিজিয়ে নিন। সহজেই মেকআপ পরিষ্কার হবে।

পেট্রোলিয়াম জেলি: মেকআপ তোলার আরেকটি উপায় এটি। চোখের চারপাশে ব্যবহার করা নিরাপদ পেট্রোলিয়াম জেলি যা সহজেই মেকআপ তুলে ফেলতে পারে।

ময়েশ্চারাইজার ক্রিম: যদি তেল বা পেট্রোলিয়াম জেলি না থাকলে আপনার ময়েশ্চারাইজার ক্রিম দিয়েই মেকআপ তুলে ফেলতে পারেন। তেলের মতোই ব্যবহার করতে পারেন। এতে চোখের কোনো সমস্যা হবে না।

বেবি অয়েল: এই তেল দিয়েও মেকআপ তুলে ফেলতে পারেন। কটন বল বা প্যাড দিয়ে কয়েক ফোঁটা তেল নিয়ে ঘষে ঘষে মেকআপ তুলে ফেলুন।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com