আপডেট

x

ভোটের দিনে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে বাধা নেই

বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর ২০১৮ | ৯:৩২ অপরাহ্ণ |

ভোটের দিনে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে বাধা নেই
Spread the love

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোটরসাইকেল ব্যবহার করে সাংবাদিকদের খবর সংগ্রহের ওপর নিষেধাজ্ঞা তুলে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক বৃহস্পতিবার জানান, খবর সংগ্রহে মোটরসাইকেলের ‘নিষেধাজ্ঞা’ তুলে নেয়া হয়েছে। ফলে আগের মতো গাড়ির স্টিকার লাগিয়ে ভোটের সংবাদ সংগ্রহ করতে পারবেন সাংবাদিকরা।

webnewsdesign.com

তবে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

গত ২১ ডিসেম্বর এক নীতিমালা জারি করে ইসি নিষেধাজ্ঞাটি দিয়েছিল। এর পর দেশের বিভিন্ন সংবাদিক সংশ্লিষ্ট সংগঠন, বুদ্ধিজীবী, রাজনৈতিক দল থেকে এর বিরোধিতা করা হয়।

গত মঙ্গলবার ইসির সঙ্গে বৈঠক করেও সিদ্ধান্তটির তীব্র প্রতিবাদ জানান নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকরা।

অবশেষে সব মহলের সমালোচনার পর এ নিষেধাজ্ঞা তুলে নিলো সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি।

প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com