আপডেট

x

ব্রাহ্মণবাড়িয়ায় ৪৭ প্রার্থী পেল প্রতীক

সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮ | ৭:১৩ অপরাহ্ণ |

ব্রাহ্মণবাড়িয়ায় ৪৭ প্রার্থী পেল প্রতীক
Spread the love

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু করেন। ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে মোট ৪৭জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হায়াত উদ দৌলা খান প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। এসময় তার সাথে ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহেদুল ইসলাম।

webnewsdesign.com

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হায়াত উদ দৌলা খান সাংবাদিকদের জানান, প্রতীক বরাদ্দের পাশাপাশি প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতীক পেলেন যারা:
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর)-
ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হোসাইন আহমেদ কে হাতপাখা, বাংলাদেশ আওয়ামীলীগের বিএম ফরহাদ হোসেন সংগ্রামকে নৌকা, ইসলামী ঐক্যজোটের আবুল কাসেম মোঃ আশরাফুল হক কে মিনার, বিএনপির এস একে একরামুজ্জামান কে ধানের শীষ, ইসলামী ফ্রন্টের ইসলাম উদ্দিন কে মোমবাতি, বাংলাদেশ জাতীয়পার্টি (বিজেপি) ফায়জুল হক কে গরুর গাড়ি।

ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ)-
বিএনপির আব্দুস সাত্তার ভূইয়া কে ধানের শীষ, জাতীয় পার্টির রেজাউল ইসলাম ভূইয়াকে লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা কে সিংহ, জাকেরপার্টির জহিরুল ইসলাম জুয়েল কে গোলাপ ফুল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঈসা খান কাস্তে, ইসলামী ফ্রন্টের মহিউদ্দিন মোল্লাকে মোমবাতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের জাকির হোসেন হাতপাখা, জাতীয়পার্টি (জেপি) মু. জামিলুল হক বকুল কে বাইসাইকেল, জমিয়তে উলামায়ে ইসলামের জুনায়েদ আল হাবীব কে খেজুর গাছ, গণফোরামের শাহ মফিজ কে উদীয়মান সূর্য,স্বতন্ত্র মোখলেছুর রহমান- মোটর গাড়ি, গিয়াস উদ্দিন- ডাব, মইন উদ্দিন- কলার ছুড়ি।

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর)-
বাংলাদেশ আওয়ামীলীগের র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে নৌকা, বিএনপির ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে ধানের শীষ, জাতীয়পার্টির আবদুল্লাহ আল হেলাল কে লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ আনোয়ার আহম্মদ লিটন কে হাতপাখা, খেলাফত আন্দোলনের মুজিবুর রহমান হামিদী বটগাছ,জাকের পার্টির সেলিম কবীর কে গোলাপ ফুল, বিএনএফের সৈয়দ মাহমুদুল হক আক্কাস কে টেলিভিশন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি শাহরিয়ার মোঃ ফিরুজ কে কাস্তে, জমিয়তে উলামায়ে ইসলামের জুনায়েদ আল হাবীব কে খেজুর গাছ।

ব্রাহ্মনবাড়িয়া-৪(কসবা-আখাউড়া)-
আওয়ামীলীগের আনিসুল হক কে নৌকা, বিএনপির মুসলিম উদ্দিনকে ধানের শীষ, ইসলামী আন্দোলনের বাংলাদেশের মো. জসিম হাতপাখা।

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর)-
আওয়ামীলীগের এবাদুল করিম বুলবুল কে নৌকা, বিএনপির কাজী নাজমুল হোসেন তাপস কে ধানের শীষ, ইসলামী ঐক্যজোটের মেহেদী হাসান কে মিনার, জাতীয় পার্টির কাজি মোঃ মামুনুর রশিদ কে লাঙ্গল, জাকেরপার্টির রশিদ উল্লাহ কে গোলাপ ফুল, জাতীয় সমাজতাত্ত্বিক দল (জাসদ) এর শাহ জিকরুল আহমদ কে মশাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের ওসমান গণি রাসেল কে হাতপাখা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি শাহীন খান কে কাস্তে, বিকল্পধারার তানভীর মনিরুল ইসলাম কে কুলা মার্কা, বাংলাদেশ মুসলীম লীগের একে এম আশরাফুল আলম কে হারিকেন।

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্চারামপুর)-
বাংলাদেশ আওয়ামীলীগের এ বি তাজুল ইসলাম কে নৌকা, বিএনপির আব্দুল খালেক কে ধানের শীষ, জাতীয় পার্টির জেসমিন নূর বেবীকে লাঙ্গল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সৈয়দ মোহাম্মদ জামাল কে কাস্তে, ইসলামী আন্দোলন বাংলাদেশের রিজওয়ান ইসলাম খান কে হাতপাখা, জাতীয় সমাজতান্ত্রিক দল(জেএসডি) কে এম জাবির কে তারা মার্কা প্রদান করা হয়।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com