আপডেট

x

বিষ প্রয়োগে নয়, সাংবাদিক তাপস জুবায়েরের মৃত্যু হয়েছে হৃদরোগে

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০ | ১২:৫১ পূর্বাহ্ণ |

বিষ প্রয়োগে নয়, সাংবাদিক তাপস জুবায়েরের মৃত্যু হয়েছে হৃদরোগে
প্রয়াত সাংবাদিক তাপস জুবায়ের
Spread the love

বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের জ্যেষ্ঠ ক্রীড়া প্রতিবেদক তাপস জুবায়ের হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গেছেন। তার ময়নাতদন্ত প্রতিবেদনে এমন তথ্যই পাওয়া গেছে।

ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, তাপসের রক্তে বিষের অস্তিত্ব পাওয়া যায়নি। গত ৩১ জুলাই, দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মারা যান সাংবাদিক তাপস জুবায়ের। মৃত্যুর পর তার পরিবারের সদস্যরা মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ পোষণ করলে, তাপস জুবায়েরের মরদেহ ময়নাতদন্ত করা হয়।

webnewsdesign.com

পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুর আগের রাত থেকেই শরীরে জ্বর ছিল এই ক্রীড়া সাংবাদিকের। মাত্র ৩৮ বছর বয়সেই নিভে যায়, সম্ভাবনাময় এক সংবাদকর্মীর জীবন।

ব্রাহ্মণবাড়িয়ার এই সন্তান ক্রীড়া সাংবাদিক অঙ্গনের পরিচিত মুখ তাপস বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে পড়ালেখা করেছেন। ২০০৯ সালে আরটিভিতে ক্যারিয়ার শুরু করেন তিনি।

এরপর চ্যানেল নাইনে কয়েক বছর কাজ করার পর নিউজ টোয়েন্টিফোরের ক্রীড়া বিভাগের দায়িত্ব নেন মেধাবী এই ক্রীড়া সাংবাদিক।

সূত্র-নিউজ টুয়েন্টিফোর

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com