আপডেট

x

বিশ্ব স্থবির, আইপিএল নিয়ে কথা বলার এখন সুযোগ নেই

রবিবার, ১২ এপ্রিল ২০২০ | ১০:২৯ অপরাহ্ণ |

বিশ্ব স্থবির, আইপিএল নিয়ে কথা বলার এখন সুযোগ নেই
ফাইল ছবি
Spread the love

আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। তবে এই মুহূর্তে আইপিএল নিয়ে কোনোকিছুই বলা সম্ভব নয়। করোনাভাইরাসের কারণে পুরো বিশ্ব স্থবির হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী

ভারতীয় এ কিংবদন্তি বলেন, এখন পুরো দেশ লগডাউন, বিমানবন্দর বন্ধ, মানুষ বাড়িতে আটকে রয়েছে। অফিস বন্ধ রাখা হয়েছে। কেউই কোথাও যেতে পারছে না। মনে হচ্ছে মে মাসের মাঝামাঝি পর্যন্ত এরকমভাবেই চলবে।

webnewsdesign.com

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজন নিয়ে সৌরভ বলেন, এখন আইপিএল হলে ক্রিকেটাররা কিভাবে আসবে, কোথা থেকে ক্রিকেটারদের পাওয়া যাবে! শুধু আইপিএল না সারা বিশ্বেই আপাতত খেলার উপযুক্ত পরিবেশ নেই।

সৌরভ আরও বলেন, আইপিএল নিয়ে সোমবারই একটা আপডেট দিতে পারব আশা করি। তবে বাস্তব কথা হল পুরো বিশ্বই থমকে গেছে। এই মুহূর্তে খেলার ভবিষ্যৎ অনিশ্চিত।

আইপিএল যদি না আয়োজন করা যায় তাহলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে বিসিসিআই। আইপিএল না হলে ৫ হাজার থেকে সাড়ে সাত হাজার কোটি রুপি ক্ষতির মুখে পড়বে বিসিসিআই।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com