আপডেট

x

নির্বাচনের কারণে ব্যাংকের বার্ষিক হিসাব ক্লোজিং ২৭ ডিসেম্বর

বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮ | ১:২৫ অপরাহ্ণ |

নির্বাচনের কারণে ব্যাংকের বার্ষিক হিসাব ক্লোজিং ২৭ ডিসেম্বর
Spread the love

নির্বাচনের কারণে ব্যাংকের বার্ষিক হিসাব ক্লোজিং ৩ দিন এগিয়েছে। চলতি বছর সকল তফসিলি ব্যাংকের বার্ষিক হিসাব ক্লোজিং ৩০ ডিসেম্বরের পরিবর্তে আগামী ২৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের (ডিওএস) উপ-মহাব্যবস্থাপক সিরাজুল ইসলাম স্বাক্ষরিত সার্কুলারে এ ঘোষণা দেওয়া হয়।

webnewsdesign.com

সার্কুলারে বলা হয়, ৩০ ডিসেম্বর, ২০১৮ তারিখে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ এর প্রেক্ষিতে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সকল তফসিলি ব্যাংকের চলতি বছরের বার্ষিক হিসাব ক্লোজিং আগামী ২৭ ডিসেম্বর, ২০১৮ তারিখ বৃহস্পতিবার নির্ধারণ করা হলো।

এছাড়া ৩১ ডিসেম্বর, ২০১৮ তারিখ যথারীতি ব্যাংক হলিডে অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়।

জানা গেছে, জাতীয় নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকে দেশ জুড়ে। এর প্রেক্ষিতে নির্বাচন কমিশন ব্যাংক ক্লোজিং তারিখ পরিবর্তনের জন্য বাংলাদেশ ব্যাংক বরাবর চিঠি দেয়। এরপ্রেক্ষিতে বার্ষিক ব্যাংক ক্লোজিংয়ের তারিখ পরিবর্তন করলো বাংলাদেশ ব্যাংক।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com