ঢাকায় মারা যাওয়া বাঞ্ছারামপুরের সেই কৃষকের শরীরে করোনা মেলেনি

বুধবার, ০৮ এপ্রিল ২০২০ | ২:১০ অপরাহ্ণ |

ঢাকায় মারা যাওয়া বাঞ্ছারামপুরের সেই কৃষকের শরীরে করোনা মেলেনি
Spread the love

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে ঢাকায় পাঠানোর পর মারা যাওয়া কৃষক (৪৫) এর শরীরের করোনার অস্তিত্ব মিলেনি। বিষয়টি নিশ্চিত করেছেন বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল মামুন।

বুধবার দুপুরে তিনি জানান, মারা সেই কৃষকের করোনা ভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তাই বলা যায়, তিনি করোনায় আক্রান্ত ছিলেন না।

webnewsdesign.com

এর আগে গত সোমবার বিকেলে উপজেলারহ আইয়ুবপুর ইউনিয়নের চরছাউনী গ্রামের বাসিন্দা ওই কৃষককে ঢাকায় পাঠানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় তিনি কৃষক ঢাকায় আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এই ঘটনায় ওই কৃষকের সংস্পর্শে আসা ১৬জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয় উপজেলা প্রশাসন।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com