আপডেট

x

‘ডাকবাক্সের খোঁজে’

বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২০ | ৬:২৫ অপরাহ্ণ |

‘ডাকবাক্সের খোঁজে’
Spread the love

প্রেমিক মনের কত বাহানা প্রিয়জনকে কাছে পাওয়ার। কত আকুলতা তাকে দেখার। কত ব্যকুলতা তাকে ছুঁয়ে যাবার। তার সাথে যদি যোগ হয় দূরত্বের অভিশাপ, তবে সেই প্রেমিক হয়ে ওঠে ঈশ্বরকে আঘাত করতে চাওয়া জালেম বা অভিমানী কবি।

এই দূরত্ব, পাশে পাওয়া- না পাওয়ার দোদুল্যমানতা নিয়ে লেখা পত্রকাব্য ‘ডাকবাক্সের খোঁজে।’ প্রেমিক যেখানে হয়েছে কবি। খুঁজছে আকাশের নীলের সাথে ব্যথার রঙের মিল। মাছরাঙার ছোবল যেন প্রেমিকার চুম্বন। ঢেউয়ের মাথায় চড়ে আসা জলের ফেনা তার চোখে প্রেমের শুভ্রতা।

webnewsdesign.com

তরুণ লেখক ও কবি বিমান ধরের ছন্দময় গদ্যের পত্রকাব্য ‘ডাকবাক্সের খোঁজে’ প্রকাশ করেছে রুচিশীল পাঠকের প্রকাশনী নৃ প্রকাশন।

বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলার ৩৮৪ নম্বর স্টলে।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com