গুণাগুণের শেষ নেই ‘এলাচি’র

সোমবার, ২৭ জানুয়ারি ২০২০ | ১০:০২ অপরাহ্ণ |

গুণাগুণের শেষ নেই ‘এলাচি’র
Spread the love

জার্নাল লিপিডসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে খাদ্য তালিকায় এলাচি রাখলে ডায়েট আরও কার্যকর হয়। ডায়েটে সবকিছু এড়িয়ে যাওয়া যাদের অভ্যাস, তারা এলাচির প্রতি ‘বিদ্বেষ’ রাখবেন না।

এলাচি রক্তচাপ সঠিক রাখতে দারুণ ভূমিকা রাখে। একই সঙ্গে সুগারের মাত্রাও রাখে নিয়ন্ত্রণে।

webnewsdesign.com

রক্তের পাশাপাশি এলাচি হার্ট এবং লিভারকে সুস্থ রাখে। চর্বি জমতে দেয় না। আবার ওজন কমাতেও সাহায্য করে।

এলাচিতে প্রচুর ম্যাংগানিজ আছে, যা শরীরের ক্ষতিকর উপাদানগুলোর বিরুদ্ধে লড়ার এনজাইম তৈরি করে শরীরকে বিষমুক্ত রাখে। শরীরে ক্যানসারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে।

খাবারের পাশাপাশি চায়ের সঙ্গেও এলাচি খেতে পারেন, যা শরীরকে বিশেষ সুবিধা দেয়।

কার্বোহাইড্রেট, চর্বি ও ক্যালরি পোড়াতে এলাচির জুড়ি নেই। গরম দুধের মধ্যে দু-এক চামচ এলাচি গুঁড়া ও হলুদ গুঁড়া দিন। এতে একটু চিনি যোগ করতে পারেন।

এতে শরীরের দুর্বলতা দূর হবে। রক্তশূন্যতার মতো উপসর্গ দূর হবে।

যারা মাথা ব্যাথার সমস্যায় ভোগেন, তাদের জন্য এলাচিযুক্ত সবুজ চা দারুণ কাজে লাগতে পারে। গরম-গরম সবুজ চায়ের সঙ্গে এলাচগুঁড়ো মিশিয়ে খেলে বদহজম দূর হয়।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com