আপডেট

x

কসবায় উদ্ধারকৃত মর্টালসেল নিস্ক্রিয় করলাে সেনাবাহিনী

বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯ | ১০:৫৪ অপরাহ্ণ |

কসবায় উদ্ধারকৃত মর্টালসেল নিস্ক্রিয় করলাে সেনাবাহিনী
Spread the love

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বৃহস্পতিবার (১৭ অক্টাবর) দুপুরে উদ্ধারকত একটি মর্টারসেল নিস্ক্রিয় করলেন কুমিল্লা সেনানীবাসের একটি বোম ডিজপাজাল দল। এসময় বিস্ফারনের বিকট শব্দে প্রকম্পিত হয়ে উঠে আশপাশের এলাকা।

পুলিশ ও স্থানীয় সুত্র জানা যায়, গতকাল বুধবার উপজলার কাইমপুর ইউনিয়নের মইনপুর গ্রামের প্রবাসী দুবরাজ মিয়ার জমিতে মাটি কাটার কাজ করছিল একদল শ্রমিক। জমিতে মাটি কাটার সময় প্রায় ২ ফিট গভীর দখতে পায় স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় ব্যবহৃত একটি মর্টারসেল। পরে কাজ বন্ধ রেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে সেলটিকে সেই জমিতেই একটি গর্ত পানিতে ডুবিয়ে রাখে। পুলিশের পক্ষ থেকে কুমিল্লা সেনানীবাসে বিষয়টি অবহিত করা হলে বৃহস্পতিবার দুপুরে ক্যাপ্টেন তামিম তালহা হৃদয়ের নেতৃত্বে সেনাবাহিনীর একটি বােম ডিজপােজাল দল এসে ওই জমিতেই সেলটিকে বিস্ফােরন ঘটিয়ে নিস্ক্রিয় করেন।

webnewsdesign.com

উল্লখ্য এর আগেও ওই এলাকা থেকে একাধিক উদ্বারকৃত মর্টার সেল নিস্ক্রিয় করেন সেনাবাহিনীর বোম ডিজপোজাল দল।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com