আপডেট

x

একদিন পর বিশ্বকাপে আরেক অঘটন, জাপানের কাছে হার জার্মানির

বুধবার, ২৩ নভেম্বর ২০২২ | ৯:১৬ অপরাহ্ণ |

একদিন পর বিশ্বকাপে আরেক অঘটন, জাপানের কাছে হার জার্মানির
Spread the love

কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে আর্জেন্টিনা পরাজিত হওয়ায় একদিন পর এবার জাপানের কাছে ধরাশায়ী চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানী।

চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিলো জার্মানি। এবার কাতার বিশ্বকাপেও নিজেদের প্রথম ম্যাচেই এশিয়ার আরেক পরাশক্তি জাপানের কাছে ২-১ গোলে হেরে গেলো চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মান।

webnewsdesign.com

বিস্তারিত আসছে….

বিশ্বকাপের গ্রুপ-ই’তে নিজেদের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে মাঠে নেমেছিলো জার্মানি। খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে জার্মানকে ২-১ গোল পরাজয় করে ব্লু সামুরাইরা।

ম্যাচের শুরু থেকে অধিকাংশ সময় বলের দখল থেকেছে জার্মানদের পায়েই। একের পর এক আক্রমণ করতে জাপানের রক্ষণকে সারাক্ষণই তটস্থ রেখেছে মুলার-হাভার্টজরা।

ম্যাচের মাত্র ৮ মিনিটেই অবশ্য জার্মানির জালে একবার বল জড়িয়েছিলো জাপান। তবে অফসাইডের কারণে বাতিল হয়েছে সেটিও।

ম্যাচের ৩৩ মিনিটে গিয়ে গোলের দেখা পায় জার্মানি। জাপান গোলরক্ষক ডি-বক্সের ভেতর ডেভিড রাউমকে ফেলে দিলে রেফারি পেনাল্টি দেন জার্মানির পক্ষে। সেই পেনাল্টি গোল থেকে জার্মানদের এগিয়ে নেয় গুন্ডোগান।

খেলার বিরতির দুই মিনিট আগে আরও একবার জাপানের জালে বল জড়িয়েছিলো জার্মানি। তবে কাই হাভার্টজের গোলটি বাতিল হয় অফসাইডের খাতায় পড়ে।

বিরতি থেকে ফিরে খেলার ধারার বিপরীতে ৭৫ মিনিটে উল্টো গোল খেয়ে বসে জার্মানি। মাঠের বা দিক থেকে মিতোমার পাস পেয়ে জোরালো শট নিয়েছিলেন তাকুমি মিনামিনো। সেই শট আটকে দেন নয়্যার, তবে ফিরতি শটে জার্মানির জালে বল জড়িয়ে জাপানকে সামতায় ফেরান ডোয়ান।

গোল শোধ দিয়েই যেন উজ্জীবিত হয়ে ওঠে এশিয়ার পাওয়ার হাউজ খ্যাত জাপান। এর ৭ মিনিট পরই জার্মান সমর্থকদের স্তব্ধ করে দিয়ে জাপানকে এগিয়ে নেন তাকুমা আসানো। ৮২ মিনিটে ইতাকুনার লং পাস থেকে বল পেয়ে একজনকে কাঁটিয়ে আসানো ঢুঁকে পড়েন ডি-বক্সে। নয়্যারের মাথার উপর দিয়ে নিখুত শটে জার্মানির জালে বল জড়িয়ে উল্লাসে মাতান জাপানিদের।

ম্যাচের শেষ সময়ে আপ্রাণ চেষ্টা করেও সেই গোল আর শোধ করতে পারেননি জার্মানরা। রাশিয়ার বিশ্বকাপের হতাশা ভোলার মিশনে এসে কাতারেও প্রথম ম্যাচেই জাপানের কাছে হেরে মাথা নিচু করেই মাঠ ছাড়তে হয় জার্মানিকে।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com