আপডেট

x

অবৈধভাবে ভারত ডুকতে গিয়ে নাইজেরিয়ান আটক

শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২০ | ৯:১১ অপরাহ্ণ |

অবৈধভাবে ভারত ডুকতে গিয়ে নাইজেরিয়ান আটক
Spread the love

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢুকতে গিয়ে বিজিবির হাতে আটক হয়েছে এক নাইজেরিয়ান নাগরিক।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার কাজিয়াতলী সীমান্ত এলাকা থেকে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করেন।

webnewsdesign.com

আটক নাইজেরিয়ান নাগরিকের নাম গডউইন (৩৪)। তার কাছে পাওয়া পাসপোর্টের নম্বর (A07683723)।

এ ঘটনায় মো. সায়েদ মিয়া (৩৭) নামে এক বাংলাদেশি নাগরিককেও আটক করেছে বিজিবি। আটক সায়েদ কসবা উপজেলার কাজিয়াতলী গ্রামের মৃত জামশেদ মিয়ার ছেলে।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা ওই নাইজেরিয়ান নাগরিককে আটক করেন। তার কাছ থেকে বাংলাদেশি ৬৩ হাজার টাকা, একটি ল্যাপটপ চার্জার, একটি মোবাইল ফোন, একটি বাইবেল, একটি হাতঘড়ি ও দুটি বাংলাদেশি এবং একটি নাইজেরিয়ান সিম কার্ড জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, ওই নাইজেরিয়ান নাগরিক অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন। তার দেয়া তথ্য মতে বাংলাদেশি মানব পাচারকারী দলের সদস্য মো. সায়েদ মিয়াকেও আটক করেছে বিজিবি।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com