আপডেট

x

ব্রাহ্মণবাড়িয়া শহরের যানযট নিরসনে বিভিন্ন দাবি উত্থাপন

বুধবার, ২১ জুন ২০২৩ | ৯:১৮ অপরাহ্ণ | 182 বার

ব্রাহ্মণবাড়িয়া শহরের যানযট নিরসনে বিভিন্ন দাবি উত্থাপন
Spread the love

ব্রাহ্মণবাড়িয়ায় রাজনৈতিক ফেলো ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে শহরের যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জুন) বেলা ১১টায় শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টের কনফারেন্স রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা জেলা শহরের যানযট নিরসনে বিভিন্ন দাবি উত্থাপন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আফরিন ফাতেমা জুই।

webnewsdesign.com

বক্তব্য রাখেন মাল্টি পার্টি এডভোকেসী ফোরামের সভাপতি গোলাম মহিউদ্দিন খোকন, সাধারণ সম্পাদক মমিনুল হক, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন,

ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী নবীন দলের সভাপতি মো. শাহাদাত হোসেন,ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আবুল বাশার ও মাসুদ মিয়া সহ প্রমুখ।

লিখিত বক্তব্যে শহরের যানযট নিরসনে অবৈধ স্থাপনা ফুটপাত দখলকারীদের উচ্ছেদ করা,সকল রাস্তা প্রয়োজন অনুসারে প্রশস্ত করা,যানবাহনে ট্রাফিক সিগন্যাল মেনে চলতে বাধ্য করা,গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক নিয়োগ করা,পৌর কর্তৃপক্ষ অটো, ভ্যান, রিক্সা চালকের ট্রাফিক আইনি বিষয়ে প্রশিক্ষণ, অবৈধ যান চলাচলের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবী জানান।

এ ব্যাপারে তারা উপস্হিত সকল সাংবাদিক ও সচেতন নাগরিকদেরও সহযোগীতা চান। এছাড়াও তারা যানজটের বিরুদ্ধে পৌর নাগরিকদের গণস্বাক্ষর অভিযান আয়োজনের কথা জানান।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com