আপডেট

x

সেপ্টেম্বরে আখাউড়া-আগরতলা রেলপথ উদ্বোধন: রেলপথ মন্ত্রী

বুধবার, ১৭ মে ২০২৩ | ৭:৫১ অপরাহ্ণ |

সেপ্টেম্বরে আখাউড়া-আগরতলা রেলপথ উদ্বোধন: রেলপথ মন্ত্রী
Spread the love

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ কাজ শেষের পথে। এ বছরের জুন মাসের মধ্যে কাজ শেষ হলে সেপ্টেম্বরেই দু’দেশের প্রধানমন্ত্রী এ প্রকল্পের উদ্বোধন করবেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর যেহেতু বড় প্রকল্প উদ্বোধন করা যায় না বলেই এর আগে করা হবে।

বুধবার (১৭ মে) দুপুরে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্প পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

webnewsdesign.com

এসময় রেলপথ মন্ত্রী বলেন, ‘নির্মাণের এক বছর পর পরীক্ষামূলক রেল পরিচালনা করা হবে। এ রেলপথ ডুয়েল গেজে নির্মাণ হলেও শুরুর দিকে মিটার গেজে চলবে। কেননা বাংলাদেশে এখনো মিটার গেজ রয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, সারা বাংলাদেশের পুরো রেলপথ ডুয়েল গেজের আওতায় আনা হবে। ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত শিগগিরই ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ শুরু করা হবে।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com