আপডেট

x

শুক্রবার শুরু হচ্ছে সৌদিতে মাহে রমজান

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০ | ১:২৮ অপরাহ্ণ |

শুক্রবার শুরু হচ্ছে সৌদিতে মাহে রমজান
Spread the love

সৌদি আরবের গতকাল বুধবার পবিত্র রমজানের মাসের চাঁদ দেখা না যাওয়া এবং শাবান মাস ৩০ দিন পূর্ণ হওয়ায় আগামীকাল শুক্রবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের শুরু হবে পবিত্র মাহে রমজান।

করোনাভাইরাসের কারণে সৌদি আরবের ইতিহাসে এই প্রথম এখানকার অধিবাসীরা ঘরে তারাবিহ নামাজ পড়বেন। গতবছরও রোজা ছিল ভিন্ন আমেজে। মুসল্লিদের পদচারণায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে অধিক সওয়াবের আশায় রমজানকে ঘিরে পবিত্র নগরী মক্কা মদিনায় বাংলাদেশসহ বিশ্বের প্রায় ২শ’টি দেশ থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান জমায়েত হতো। এতেকাফে বসতো হাজারো মুসল্লি। ইফতার বিতরণ করা হতো বড় বড় মসজিদগুলোতে। কিন্তু মহামারী করোনাভাইরাসের কারণে এবারে এক ভিন্ন আমেজে শুরু হচ্ছে পবিত্র কোরআন শরীফ নাযিলের এই মাসটি।

webnewsdesign.com

ইতোমধ্যে মসজিদে নববী এবং মসজিদুল হারামে এতেকাফ নিষিদ্ধ করা হয়েছে। এই প্রথম এ দুটি মসজিদে তারাবিহ নামাজ সীমিত পরিসরে ১০ রাকাত করে আদায় করা হবে।

বিগত বছরগুলোতে এখানকার মসজিদগুলোতে খতমে তারাবিহ পড়ানো হতো। লাইলাতুল কদর এর মধ্যেই খতমে তারাবীহ আদায় করতেন ইমামরা।

এবার বন্ধ করে দেয়া হয়েছে ওমরাহ পালনও। করোনাভাইরাস যেন সবকিছুই ওলট-পালট করে দিয়েছে।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com