আপডেট

x

রাজশাহীতে সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০২২ | ১১:১২ অপরাহ্ণ |

রাজশাহীতে সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি
Spread the love

রাজশাহীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাংবাদিকরা। বুধবার (৭ সেপ্টেম্ব) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্ত্বরে এই কর্মসূচির আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন। এ সময় দায়ীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

বিক্ষোভ মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে
শহরের কুমারশীল মোড়ে গিয়ে আবার ফিরে আসে। পরে ব্রাহ্মণবাাড়িয় প্রেসক্লাবের সামনে ইউনিয়ন সভাপতি দীপক চৌধুরী বাপ্পির সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন। ইউনিয়ন সাধারন সম্পাদক মো. মনির হোসেনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেস
ক্লাবের সাবেক সভাপতি মো. আরজু, সাবেক সভাপতি খ আ ম রশিদুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল-আমীন শাহীন, ইউনিয়নের সহ-সভাপতি বিশ্বজিৎ পাল বাবু, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি মাসুকুর রহমান হৃদয়, এটিএন নিউজের চিত্র সাংবাদিক সুমন রায়। এ সময় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক আ ফ ম কাউছার এমরান, সাংবাদিক এমদাদুল হক, আশিকুল ইসলাম, সৈয়দ মো. আকরাম, কালেরকন্ঠের প্রতিনিধি বিশ্বজিৎ পাল, জাগোনিউজ প্রতিনিধি আবুল হাসনাত মো. রাফি, এখনটিভির প্রতিনিধি আজিজুল সঞ্চয় প্রমুখ উপস্থিত ছিলেন।

webnewsdesign.com

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com