আপডেট

x

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা সেবা পেল হাজারো গ্রামবাসী

রবিবার, ২১ আগস্ট ২০২২ | ১১:১২ অপরাহ্ণ |

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা সেবা পেল হাজারো গ্রামবাসী
Spread the love

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রলীগের উদ্যোগে প্রায় এক হাজার গ্রামবাসীকে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়েছে৷ রোববার ( ২১ আগস্ট) দিনব্যাপী সদর উপজেলার রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর ইনলাইটেন্ড একাডেমি স্কুলে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।

বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিক ও জাতীয় শোক দিবস উপলক্ষে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এরআগে এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

webnewsdesign.com

জেলা ছাত্রলীগের পক্ষে এই মেডিকেল ক্যাম্পের অন্যতম আয়োজক ছিলেন সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাদাত হোসেন শোভন জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই মেডিকেল ক্যাম্পে রামরাইল ইউনিয়নের এক হাজার মানুষ চিকিৎসা সেবা পেয়েছেন। শিশু, গাইনি, মেডিসিন, চর্ম, ডেন্টাল, চক্ষু বিভাগের ১৮জন চিকিৎসক গ্রামের মানুষদের চিকিৎসা দিয়েছেন। আমরা চিকিৎসা সেবার পাশাপাশি তাদের বিনামূল্যে ঔষধ প্রদান করেছি।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com