আপডেট

x

ব্রাহ্মণবাড়িয়ায় দুদিন ব্যাপী রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রবিবার, ০৯ এপ্রিল ২০২৩ | ৭:৪৪ অপরাহ্ণ |

ব্রাহ্মণবাড়িয়ায় দুদিন ব্যাপী রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Spread the love

“আনন্দধ্বনি জাগাও গগনে” শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় দুইদিন ব্যাপী রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ ও ৮ এপ্রিল জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ্ ব্রাহ্মণবাড়িয়া শাখা আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা শহরের পাইকপাড়াস্থ আসিফ টিউটোরিয়াল এণ্ড হাইস্কুলের আনন্দলোক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন কেন্দ্রের প্রশিক্ষক, মাননির্ধারক, প্রথিতযশা রবীন্দ্রসঙ্গীত শিল্পী,প্রতীক এন্দ ও মুস্তাফিজুর রহমান তূর্য।

webnewsdesign.com

শহরের প্রায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান সহ সরাইল ও আখাউড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক প্রশিক্ষণার্থী এতে অংশগ্রহণ করে। দুই দিনের এই আয়োজনে কিশোর বিভাগে ৩৫ জন, সাধারণ বিভাগে ২০ জন সহ বিভিন্ন বয়সী আরও কয়েকজন সঙ্গীতপ্রেমী স্ব-প্রণোদিত হয়ে এই প্রশিক্ষণ গ্রহণ করেন। দু’জন প্রশিক্ষকই পর্যায়ক্রমে দুই বিভাগে প্রশিক্ষণ পরিচালনা করেন। তবলায় সঙ্গত করেন রঞ্জিত দেবনাথ এবং সুদীপ্ত সাহা মিঠু।

কর্মশালা সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক ও জেলা শাখার সহ-সভাপতি ডা. অরুনাভ পোদ্দার। সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ উর রহমান এবং কোষাধ্যক্ষ জামিনুর রহমান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক বাবু মানবর্দ্ধন পাল, সহ-সভাপতি পীযুষ কান্তি আচার্য, নির্বাহী সদস্য পঙ্কজ দেব এবং সদস্য মনিকা আচার্য।

সমাপনী দিনে কর্মশালায় উপস্থিত অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত অভিভাবকবৃন্দ এই আয়োজনে প্রশিক্ষকদের ভূয়সী প্রসংশা করেন এবং আগামী দিনে করণীয় নির্ধারণে তাঁদের মতামত তুলে ধরার পাশাপাশি সেটি যেন বছরজুড়ে চলমান থাকে সেই আশাবাদ ব্যক্ত করেন।

 

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com